আবারও পদ্মা সেতুর ১০ নং পিলারের সাথে ফেরির ধাক্কা

আবারও পদ্মা সেতুর ১০ নং পিলারের সাথে ফেরির ধাক্কা

আজ ১৩ আগস্ট, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আবারও পদ্মা সেতুর ১০ নং পিলারের সাথে ফেরির ধাক্কা লাগে। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার ফেরিটি ১০ নং পিলারে ধাক্কা দেয়। ফেরিটির নাম কাকলি। কিছুদিন আগে একই পিলারে ধাক্কা দেয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। তার চারদিন যেত না যেতেই আজ আরেকটি ফেরি ধাক্কা দেয় ১০ নং পিলারটিতে। এতে হতাহতের ঘটনাও ঘটে।

ফেরিটির চালক জানান, ফেরিটি প্রচন্ড স্রোত বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পদ্মা সেতুর ১০ নং পিলারে আঘাত করে। এতে ফেরিটিতে ফাটল ধরে, কিন্তু ফাটল পানির স্তরের অনেক ওপরে থাকায় ফেরিতে পানি ঢুকেনি। ফেরিটির কারিগরি ত্রুটি ছিলো বলেও জানায় ফেরিটির চালক। এই নিয়ে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটলো। এর আগে সকল দুর্ঘটনা ঘটার পর থানায় সাধারন ডায়েরি, চালকদের চাকুরিচ্যুত ও তদন্তের ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password