ফ্লাইট চালুর প্রথম দিনেই কাতার গেলেন ২৭৪ যাত্রী

ফ্লাইট চালুর প্রথম দিনেই কাতার গেলেন ২৭৪ যাত্রী

আকাশপথে আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালুর প্রথম দিনে ২৭৪ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

বেবিচকের চেয়ারম্যান বলেন, ‘সকালে কাতার এয়ারওয়েজের কিআর-৬৩৯ নম্বর ফ্লাইটটি ২৭৪ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। এর আগে এই ফ্লাইটটি গতকাল রাতে ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকায় আসে। এই একই ফ্লাইট আজ রাতে আবার যাত্রী নিয়ে ঢাকায় আসবে। আবার যাত্রী নিয়ে কাতার যাবে। আর ফ্লাইট ছাড়ার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন বেবিচকের স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা যাত্রীদের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছি না। সবকিছু মেনেই আমরা ফ্লাইট পরিচালনা করছি।’

মফিদুর রহমান বলেন, ‘অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে আমরা কাতারের বিমানবন্দরটি ব্যবহার করছি। এছাড়া চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ার ওয়েজকে যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে তাদের নিয়ে যাবে।’

 

মন্তব্যসমূহ (০)


Lost Password