পুরান ঢাকা আগুনঃ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মির্ডফোট হাসপাতালের মর্গ

পুরান ঢাকা আগুনঃ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মির্ডফোট হাসপাতালের মর্গ
MostPlay

আগুন যেন পুরান ঢাকাকে কোন ভাবেই ছাড়ছেনা।আবারও পুরান ঢাকার আকাশ বাতাস  স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের স্বজনের আহাজারি মির্ডফোট হাসপাতালের মর্গে।

ওই কারখানায় কর্মরত মুন্সিগঞ্জের আমিনুল ২ বছর ধরে রোমানা রাবার ইন্ডাস্ট্রিজে কাজ করছেন। ভাই হারিয়ে পাগল প্রায় বোন বিলকিস। স্বজনদের দাবি, মালিকের অবহেলায় জীবন গেছে শ্রমিকদের। এই ঘটনায় বিচার দাবি করেন তারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার আশপাশে রয়েছে অসংখ্য কেমিক্যাল আর পলিথিনের অবৈধ কারখানা। ঘটনার পর পুরো এলাকার কারখানা মালিকরা গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়রা বলছেন, নিচে কেমিক্যাল কারখানা আর শ্রমিকদের রাখা হয়েছে ওপরে। এ কারণেই এমন ঘটনা ঘটল। আসলে কোনো নিরাপত্তা নেই। ফায়ার সার্ভিস বলছে, অবৈধ কারখানার বিরুদ্ধে বারবার নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীদের দাপটেই সচল আছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, কেমিক্যাল আর প্লাস্টিকের কারণেই ভয়াবহতা বেড়েছে আগুনের। এ ঘটনায় আমরা ৫টি মৃতদেহ উদ্ধার করি।

এর আগে ২০১৯ সালে চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ নিহত হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password