মোটরসাইকেলে কোন আরোহী নয়ঃ ডিএমপি

মোটরসাইকেলে কোন আরোহী নয়ঃ ডিএমপি
MostPlay

করোনার সংক্রমণ রোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়েছে অন্যতম একটি উদ্যোগ। মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আজ সোমবার থেকে এই নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গনমাধ্যমকে বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলের চালক ছাড়া কোনো আরোহীকে নেওয়া যাবে না”।

ডিএমপি থেকে আরও বলা হয়, “চলমান লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ারিং করছেন অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছেই”।

দেশের পরিস্থিতির এমন অবস্থায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ কল্পে জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে চালক ছাড়া অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচল করতে নিরুৎসাহিত করছে রোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

উল্লেখ্য যে, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password