বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ

বঙ্গবন্ধু  স্মৃতি জাদুঘরে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ

আগামীকাল ১৫ আগস্ট, রোববার জাতীয় শোক দিবস। প্রতিবছর এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। কিন্তু এইবার করোনা মহামারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে আসার সময় মাস্ক না পরলে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। আজ ১৪ আগস্ট, শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমিন্ড-৩২ নম্বর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো করা হয়েছে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password