অভিষিক্ত কনওয়ের সেঞ্চুরিতে লর্ডস টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডের

অভিষিক্ত কনওয়ের সেঞ্চুরিতে লর্ডস টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডের

প্রত্যেক ব্যাটসম্যানের স্বপ্ন থাকে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে সেঞ্চুরী করে অর্নাস বোর্ডে নাম লেখানোর। আর সেটা যদি হয় নিজের অভিষেক টেস্টে তাহলেতো কোন কথাই নেই। গতকাল সেই স্বপ্নের কাজটি করে দেখিয়েছেন নিউজিল্যান্ডের কনওয়ে। হ্যাঁ সেই কনওয়ে ডেভন কনওয়ে যার কাছেই তো গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে গিয়ে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের বোলাররা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও স্বপ্রতিভ ছিলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। এবার নিজের অভিষেক টেস্টেই শতক হাকিয়ে লর্ডসের অর্নাস বোর্ডে লিখালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্টে অভিষেকে সেঞ্চুরি অনেকেরই আছে। এমন কীর্তিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটাও কম নয়, কনওয়ের আগে ১১ জন গড়েছেন এ কীর্তি। তবে একটা জায়গায় সবার থেকে আলাদা তিনি। ডেভিড কনওয়ে প্রথম নিউজিল্যান্ড ক্রিকেটার যিনি অভিষেকেই লর্ডসে সেঞ্চুরী করেছেন। ডেভিড কনওয়েসহ এখন পর্যন্ত ৬ জন ক্রিকেটার লর্ডসে অভিষেক টেস্টেই সেঞ্চুরীর দেখা পেয়েছেন।  তার অপরাজিত ১৩৬ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ডেভিড কনওয়ে যদি ব্যাট হাতে সফল না হতো তাহলে দিনটা নিউজিল্যান্ডের জন্য খুব বাজেভাবে কাটতো কারণ তাদের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ছিলেন ব্যার্থ। টম লাথাম (২৩), কেইন উইলিয়ামসন (১৩) ও রস টেলরদের (১৪) ব্যর্থতার দিন আপন আলোয় উজ্জ্বল অভিষিক্ত কনওয়েকে দারুণ সঙ্গ দিয়েছেন বাঁহাতি হেনরি নিকলস।

ডেভিড কনওয়ের সাথে ৪৬ রান করে অপরাজিত আছেন হেনরি নিকলস।  চতুর্থ উইকেটে তাদের ১৩২ রানের জুটি প্রথমদিন শেষে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে গেছে। ইংলিশ অভিষিক্ত পেসার রবিনসন ২ উইকেট শিকার করেছেন। এছাড়া  ইংল্যান্ডের পক্ষে অ্যালিস্টার কুকের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ ১৬১তম টেস্ট খেলতে নামা জিমি অ্যান্ডারসন ১টি উইকেট শিকার করেন।

দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত না হানতে পারলে স্বাগতিক ইংল্যান্ডের জন্য এই টেস্ট ম্যাচ বের করে আনা খুব কষ্ট হয়ে যাবে। এমনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে শেষ তিন টেস্ট সিরিজ ধরে জয়ের মুখ দেখে না ইংলিশরা। দ্বিতীয় দিনটা খুব গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। দেখা যাক স্বাগতিকরা খেলায় ফিরে আসতে পারে কিনা” নাকি কনওয়ে ও নিকলস মিলে খেলা পুরোপুরি নিউজিল্যাণ্ডের নিয়ন্ত্রনে নিয়ে যায়। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password