নরসিংদীতে ৪৩ মামলায় ৬৮,৩০০ টাকা অর্থদন্ড আদায়

নরসিংদীতে ৪৩ মামলায় ৬৮,৩০০ টাকা অর্থদন্ড আদায়

নরসিংদী প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খানের তত্বাবধানে বুধবার (১৪ জুলাই) জেলাব্যাপী ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারকগণ বিধিনিষেধ অমান্য করায় ৪৩ জনের বিরুদ্ধে ৪৩টি মামলায় ৬৮ হাজার তিনশত টাকা অর্থদন্ড আদায় করেন।

লকডাউনের ১৪তম দিন পর্যন্ত (১৪ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০২টি মামলায় সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের কাছ থেকে অর্থদন্ড আদায় করা হয়েছে ১০ লাখ ৫৭ হাজার টাকা।

৬টি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে এসকল মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password