নওগাঁয় সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানোর অভিযোগে ১জন গ্রেপ্তার

নওগাঁয় সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানোর অভিযোগে ১জন গ্রেপ্তার

নওগাঁয় সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মান্দা উপজেলার বিজয়পুর ও পাঁজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের অসীম হোসেন।

পুলিশ জানায়, তিনি একটি প্রতারক চক্রের প্রধান। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁ শাখা মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও এনএসআই-এর মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করতেন অসীম। তারপর বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার পাঠিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করেন।

প্রতরণার এমন তথ্য জানতে পেরে এনএসআই অনেকদিন ধরে একটি চক্রকে নজরদারি রাখে। সোমবার রাতে জেলা পুলিশের সহযোগিতায় এনএসআই অভিযান চালিয়ে অসীমকে আটক করে।

তার দেয়া তথ্যে সহয়তার কারণে আরও তিনজনকে আটক করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাবাদের পর বাকি তিনজনকে ছেড়ে দেয়া হয়। আটকের সময় অসীমের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন নথিপত্র, ২টি মোবাইল ও ১টি হার্ডডিস্কসহ বিভিন্ন দপ্তরে পাঠানোর উদ্দেশ্যে প্রস্তুত করা ডিও লেটারের কপি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সোমবার রাত ১টার দিকে মান্দা থানায় মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অসীমের বিরুদ্ধে পেনাল কোড এবং পর্ন ভিডিও সংরক্ষণ ও বিতরণের অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password