যশোরে মেয়ের বিদায়ের দিনে পুকুরে ভাসল মায়ের লাশ

যশোরে মেয়ের বিদায়ের দিনে পুকুরে ভাসল মায়ের লাশ

যশোরের চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী কোহিনূর বেগম। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। ছয় ছেলের মধ্যে চারজন প্রবাসী। তিন মেয়ের মধ্যে বড় দুইজনের বিয়ে দিয়েছেন আগেই। মাস ছয়েক আগে ছোট মেয়েকেও বিয়ে দিয়েছেন। রোববার ছিল তাকে শ্বশুরবাড়ি পাঠানোর আয়োজন চলছিল।

করোনা পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে পারিবারিকভাবেই মেয়ের বিদায়ের আয়োজন করছিলেন কোহিনূর। কাজম শেষ করে দুপুর ১২টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে গিয়েছিলেন তিনি। কিন্তু গোসল শেষে আর ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার পা ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সামিনা জেবিন জানান। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধা কোহিনূর বেগমের। ধারণা করা হচ্ছে- গোসলের সময় স্ট্রোক করে মারা গেছেন তিনি।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password