বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল আবারো করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল আবারো করোনায় আক্রান্ত
MostPlay

বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক গত বছরের নভেম্বরে আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। বাসায় থেকে সেই সময় করোনা জয় করেন দেশের সেরা এই টেস্ট ব্যাটসম্যান। তবে এবার আবারো করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

আজ থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ম্যাচ খেলার জন্য বায়োসিকিউর বাবলে ঢোকার আগে সব ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়। নিয়ম মেনে টেস্ট করিয়েছিলেন মুমিনুলও। সেখানেই মিলেছে দুঃসংবাদ। যদিও এটাকে ভুল রিপোর্ট বলে মনে করছেন মুমিনুল।

এ ব্যাপারে মুমিনুল বলেন, আমার কোনো উপসর্গ নেই। কোভিড পজিটিভ হলে তো ১২ দিন খেলতে পারব না। সেক্ষেত্রে আমার জাতীয় লিগের ম্যাচ খেলা হবে না।

অবশ্য এখনই সব আশা শেষ হচ্ছে না। যদি পরের টেস্টেও মুমিনুলের ফল পজিটিভ আসে সেক্ষেত্রে এনসিএল খেলতে পারবেন না তিনি। এতে প্রস্তুতি ছাড়াই তাকে শ্রীলংকা যেতে হবে। অবশ্য মুমিনুল আশাবাদী, নেগেটিভ রিপোর্ট নিয়ে রাজশাহীর বিপক্ষে ম্যাচে চট্টগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password