মইন নেই শেষ ২ টেস্টে

মইন নেই শেষ ২ টেস্টে

ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে মইন আলিকে পাচ্ছে না ইংল্যান্ড। পরিবারকে সময় দিতে দেশে ফিরে যাচ্ছেন এই ব্যাটিং অলরাউন্ডার।মইনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তবে তাকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। সফরকারীদের ১৬ জনের টি-টোয়েন্টি দলে আছেন তিনি।

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট দিয়ে দীর্ঘ ১৮ মাস পর সাদা পোশাকে খেলতে নেমেছিলেন মইন। দল ৩১৭ রানের বড় ব্যবধানে হারলেও তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল ভালো। দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে দলের হয়ে করেছেন সর্বোচ্চ ৪৩ রান। তাকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।

এবারের এশিয়া সফরে কঠিন সময় পার করেছেন মইন। শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় শ্রীলঙ্কায় দুই সপ্তাহ ছিলেন কোয়ারেন্টিনে, খেলতে পারেননি কোনো ম্যাচ। এবার তিনি নিজ থেকেই পরিবারের কাছে যেতে চেয়েছেন।সফরের শুরুতে ক্রিকেটারদের যেকোনো সময় জৈব-সুরক্ষা বলয় ছাড়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল ইংল্যান্ড। মইনের দেশে ফেরা সেই প্রক্রিয়ারই অংশ। চেন্নাই ম্যাচ শেষে রুট জানালেন, সতীর্থের সিদ্ধান্তকে সম্মান করছেন তারা।

“দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মইন। তার জন্য সফরটি বেশ কঠিন। সফরের শুরুতে আমরা যেমন বলেছিলাম, যদি কেউ মনে করে তাদের জৈব-সুরক্ষা বলয় থেকে বেরুনো প্রয়োজন, তাহলে সেই ব্যবস্থা করা হবে। আমরা সেই ভাবনায় অটল।”

“দল থেকে কেবল মইনই দেশে ফিরছে। বিষয়টা এমন নয় যে, সে থাকতে চায় কি-না জিজ্ঞাসা করা হয়েছে। এটা তারই সিদ্ধান্ত। অবশ্যই আমরা চাই, সবচেয়ে বেশি সম্ভব খেলোয়াড় থাকুক। তবে আমরা এটাও চাই, তারা যেন স্বস্তিতে থাকে। সে পরিবারের কাছে যেতে চেয়েছে, আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি।”

আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। একই মাঠে ৪ মার্চ থেকে শুরু চতুর্থ ও শেষ টেস্ট। এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১২ মার্চ থেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password