সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা।

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা।

গত ১ জুলাই ২০২১ থেকে সরকার জনসাধারনের চলাচলের জন্য বিধিনিষেধ আরোপ করে। এই সময়ে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে।

করোনা মহামারীতে সরকার নির্দেশিত এই বিধিনিষেধ অমান্য করে পাবনা সদর থানাধীন হামিদ রোডে রবিউল মার্কেট সংলগ্ন খান বাহাদুর মার্কেট এর পিছনে এস আর টাওয়ার এর পঞ্চম তলায় চতুস্কোন কোচিংয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কোচিং করানো হচ্ছে। জেলা পুলিশের ফেসবুকে এই বার্তা পেয়ে সদর ফাড়ির একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং উপস্থিত নির্বাহী মেজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত কর্তৃক কোচিং সেন্টারকে নগদ ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এই ধরনের কোচিং বন্ধ করার জন্য সকলকে সতর্কও করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password