মাগুরায় ভ্রাম্যমান আদালত অব্যাহত

মাগুরায় ভ্রাম্যমান আদালত অব্যাহত

সারাদেশে করোনা প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক মাগুরা জেলায় করোনা মহামারিতে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান করা সহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত রমজানের শুরুতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানসম্মত নয় এমন খাদ্যসামগ্রী যাতে বিক্রি না হয় তা নিশ্চিতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিক্রয়মূল্য যাতে জনসম্মুখে প্রদর্শিত অবস্থায় থাকে তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। 

জেলাজুড়ে এ দায়িত্ব পালন করছে মাগুরা জেলা পুলিশ, আনসার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মিডিয়া সহ সংশ্লিষ্ট সকল ব্যাক্তিবর্গ।

 এর অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের বাজার মনিটরিং, অভিযান এবং মোবাইল কোর্ট চালানো হচ্ছে।
 এ অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসক ড: আশরাফুল আলম জানিয়েছেন। তিনি অভিযানে সহযোগিতার জন্য মাগুরা জেলার সকলের সহযোগীতা কামনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password