এবার মহাকাশে উপনিবেশ স্থাপনের পরিকল্পনা করছে চীন

এবার মহাকাশে উপনিবেশ স্থাপনের পরিকল্পনা করছে চীন
MostPlay

মহাকাশের মঙ্গল গ্রহকে মানুষের জীবনধারণের উপযোগী করে গড়ে তোলে কার্গো পরিবহনের জন্য একটি 'স্কাই ল্যাডার' স্থাপনের পরিকল্পনা নিয়ে বর্তমানে কাজ করছে চীন।

মূলত ১৮৯৫ সাল থেকে রাশিয়ার মহাকাশ অগ্রগামী কনস্টান্টিন সিওলকোভস্কির চিন্তা থেকেই মানুষ ‘স্কাই ল্যাডার' ধারণা নিয়ে ভাবছে। যদি সত্যিই স্কাই ল্যাডার বা আকাশের মই আবিষ্কার করা সম্ভব হয় তাহলে মহাকাশে ভ্রমণের ব্যয় ৯৯ শতাংশেরও বেশি কমে যাবে বলে ধারণা করা হয়। শুধু মঙ্গলগ্রহ নয়, গবেষণার জন্য বৃহস্পতিকেও বেছে নিয়েছে চীন। এছাড়া অন্যান্য গ্রহের দিকেও দৃষ্টি রাখছে চীন।

 চীনের পরিকল্পনা সম্পর্কে জানা যায় যে, ২০৩৩ থেকে ২০৪৩ সাল পর্যন্ত প্রায় প্রতি দুই বছর অন্তর অন্তর তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরপরে ঘাঁটিটি বিকাশের জন্য একটি মানববাহী মঙ্গল মিশন হবে, যখন তৃতীয় পর্যায়ে গ্রহে একটি সম্প্রদায় নির্মাণের জন্য পৃথিবী থেকে মঙ্গলগ্রহে পণ্যবাহী বহর পরিবহন করা হবে। সম্ভবত চতুর্থ পর্যায়ে একটি ‘আকাশের মই’ তৈরি করা হবে, যা মঙ্গলগ্রহে ভ্রমণে ব্যয় এবং সময় কমাবে।

এ বিষয়ে গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্সে রাষ্ট্রায়ত্ত চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজির (সিএএলটি) প্রধান ওয়াং জিয়াওজুন বলেন, তিন ধাপের এই পরিকল্পনার প্রথমটিতে মঙ্গলগ্রহের নমুনা নিতে এবং মঙ্গলগ্রহের বেস সাইটের অবস্থান খুঁজতে উৎক্ষেপণ করা অ্যান্ড্রয়েডগুলি জড়িত রয়েছে।

অর্থাৎ চীন এ লক্ষ্য নিয়ে কাজ শুরু করে দিয়েছে বলেই বুঝা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password