মিরপুরে ফলন ফাউন্ডেশনের 'সবুজ অভ্যুদয়' কর্মসূচি: গণঅভ্যুত্থানের পর বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্যোগ

মিরপুরে ফলন ফাউন্ডেশনের 'সবুজ অভ্যুদয়' কর্মসূচি: গণঅভ্যুত্থানের পর বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্যোগ

রাজধানী ঢাকার মিরপুর এলাকায় ফলন ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি 'সবুজ অভ্যুদয়'। দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প হাতে নিয়েছে  ফাউন্ডেশনটি। প্রকৃতির রূপ ফিরিয়ে আনতে এবং একটি প্রকৃতিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে এই সবুজ আন্দোলন।

ফলন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মিরপুর ১ এর মাজার রোড, গোল চত্বর, চিড়িয়াখানা রোড এবং দারুস সালাম রোডের মাঝে রাস্তা বিভক্তকরণ জায়গার ও আশেপাশে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা সবাই একত্রে কাজ করে পুরো এলাকাকে সবুজে ভরিয়ে তুলেছেন।

ফলন ফাউন্ডেশনের সদস্যরা বলেন, "সবুজ অভ্যুদয়" প্রকল্পের মাধ্যমে আমরা দেশের প্রতিটি কোণায় সবুজের সমারোহ ঘটিয়ে প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ব পালন করতে চাই। আমরা সবাই মিলে একটি সবুজ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে পরিবেশের সুরক্ষা ও উন্নয়ন হবে আমাদের অঙ্গীকার।" এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করা হয়েছে এবং তারা সকলে গাছ রোপণের মাধ্যমে তাদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ফলন ফাউন্ডেশন আশাবাদী যে, এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের প্রকৃতির পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password