মান্দার ভারশোঁ ইউপি চেয়ারম্যানের করোনার টিকা দেওয়ার ব্যতিক্রম উদ্যোগ

মান্দার ভারশোঁ ইউপি চেয়ারম্যানের করোনার টিকা দেওয়ার ব্যতিক্রম উদ্যোগ
MostPlay

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন করোনার টিকা দেওয়ার বিভিন্ন রকমের ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন।

গত ২৭ জানুয়ারি ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড ১৯ ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করার পরে ৭ই জানুয়ারি ২০২১ সারাদেশ ব্যাপী একযোগে কোভিড ১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়ে এখনো চলমান রয়েছে।

কোভিড ১৯ টিকা সাধারণ জনগোষ্ঠীর দোড়গড়ায় পৌছানোর জন্য ইউনিয়ন পর্যায়ে কোভিড ১৯ (সিনোফার্মের) টিকা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ (৩ আগস্ট) মঙ্গলবার ভারশোঁ ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো কোভিড ১৯ করোনা বিস্তার রোধ কল্পে ইউনিয়ন কমিটির সভা।

এ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মকর্তাগণ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন। 

সভায় সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সুমন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সরকার দেশের সব মানুষকে প্রতিশেধক টিকা/ভ্যাকসিনের আওতায় আনার সাহসী উদ্দোগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের ভারশোঁ ইউনিয়নেও আগামী ৭ তারিখ হতে ভ্যাকসিন দেওয়া হবে।

এ ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করার জন্য সাধারণ মানুষের যেনো কোন রকমের ঝামেলায় পড়তে না হয় সে লক্ষ্যে আমার এম, আর, এস গ্রুপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রেজিষ্ট্রেশন করিয়ে দেওয়া হবে এবং এই রেজিষ্ট্রেশনের কাজটি আজ থেকেই শুরু হবে।

এ সভা শেষে ভারশোঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভারশোঁ পৌতা আবাসন ও ভারশোঁ ঋষিপাড়ায় চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন উপস্থিত থেকে করোনা প্রতিরোধের টিকা নেওয়া সম্বন্ধে আলোচনা ও এম, আর, এস গ্রুপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পাশাপাশি আজই করোনা রোধের টিকার রেজিস্ট্রেশন কপি ভোক্তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় আবাসনের সভাপতি ও সাবেক সভাপতির মাধ্যমে।

মন্তব্যসমূহ (০)


Lost Password