সাউদাম্পটনের বিপক্ষে ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড

সাউদাম্পটনের বিপক্ষে ড্র করলো ম্যানচেস্টার ইউনাইটেড
MostPlay

রোববার সাউথ্যাম্পটনের মাঠে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রেদের আত্মঘাতী গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড।

সেন্ট ম্যারি স্টেডিয়ামে গত ম্যাচের মতো পারফরম্যান্স পাচ্ছিল না ম্যানইউ। ২৯তম মিনিটে রেড ডেভিলদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সি অ্যাডামসের শট নিয়ন্ত্রণে না রাখতে পারায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদেরিকো সান্তোসের পা থেকে গোলটি হয়। অনেক চেষ্টা করেও প্রথমার্থে আর সমতায় ফেরা হলো না ওলে গুনার সুলশারের শিষ্যদের।

বিরতির পর ৫৫তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। ডি-বক্সে ফের্নান্দেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গ্রিনউডকে বাড়ান পগবা। বাকিটা সারেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড। প্রথম দুই ম্যাচেই জালের দেখা পেলেন তিনি। এরপর দুই দল সুযোগ পেলেও গোলকিপারদের দৃঢ়তার কারণে ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে দুই দলকে৷

জয় না পেলেও এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছে ম্যান ইউ। সাউদাম্পটনের বিপক্ষে ড্র করার ফলে প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচ অজেয় থেকে প্রিমিয়ার লিগ রেকর্ড ছুঁল উলা গুনার সুলশারের দল। ফলে ম্যানইউ বসেছে আর্সেনালের পাশে। ২০০৩-০৪ মৌসুমে টানা অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল গানাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password