দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ম্যান সিটি

দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ম্যান সিটি
MostPlay

টটেনহামের কাছে হার দিয়ে মৌসুম শুরু করা ম্যানচেস্টার সিটি নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে। নিজেদের মাঠ ইতিহাদে শনিবার ৫-০ গোলে নরউইচের বিপক্ষে জিতেছে ম্যান সিটি।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা সিটি এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটে। এতে অবশ্য ভাগ্যেরও কিছুটা সহায়তা ছিল। গাব্রিয়েল জেসুসের নিচু ভলি গোলমুখ থেকে পা বাড়িয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন সেন্টার-ব্যাক গ্রান্ট হ্যানলি। তার পা থেকে বল গোলরক্ষক ক্রুলের গায়ে লেগে জালে জড়ায়। ১৫ মিনিট না যেতেই ম্যাচের ২২ মিনিটে জালে বল জড়ান গ্রিলিশ। ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে এই ফুটবলারকে দলে নিয়ে এসেছিল সিটি; ঘরের মাঠে তিনিও হতাশ করেননি ক্লাবকে। বিরতির আগে সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হওয়ার কারণে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা৷

বিরতির পর ৬৪তম মিনিটে দলের স্কোরলাইন ৩-০ করেন লাপোর্তে। ইকাই গুনদোয়ানের কর্নার থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগান স্প্যানিশ ডিফেন্ডার। ৭১তম মিনিটে কেইলি ওয়াকারের পাস পেয়ে স্টার্লিংয়ের কাছে বল পাঠায় জেসুস। বা পায়ের বাঁকানো শটে নরিচের জালে বল ভেড়ান বদলি হয়ে নামা ইংলিশ এ ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে রুবেন দিয়াসের লং পাস থেকে সহজেই বল নিয়ন্ত্রণ করে গোলকিপারকে বোকা বনিয়ে ব্যাবধান বাড়ান রিয়াদ মাহরেজ। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে দুই ম্যাচ শেষ পয়েন্ট টেবিলে ম্যানসিটির অবস্থান ৫ নম্বরে। ২ ম্যাচে ইপিএলের রাজাদের পয়েন্ট ৩।

মন্তব্যসমূহ (০)


Lost Password