সিলেটে ১৫০ গৃহহীন পরিবারের অবস্থান কর্মসূচি

সিলেটে ১৫০ গৃহহীন পরিবারের অবস্থান কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ১৫০ ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের সদস্যরা।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম ববাবর স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সিলেটের ১৫০ ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের পুনর্বাসনের আবেদন জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার ইউনিয়নের গৌরীপুর গ্রামের ১৫০ পরিবার সুরমা নদীর পাড় ভাঙনের ফলে এখন ভূমিহীন। বর্তমানে তারা ভূমিহীন ও গৃহহীন হয়ে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে ছোট ছোট ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করে আসছেন। এতে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা দুর্বিসহ হয়ে পড়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসকল ভূমিহীনদের জন্য গৃহ বরাদ্দ চেয়ে ২০১৮ সালের ৭ ডিসেম্বর ও ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর দুদফা আবেদন করা হয়। এছাড়া একই বছরের ২৬ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিকটও আবেদন করেন তারা। পরে পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশসহ আবেদনটি জেলা প্রশাসকের বরাবরে জমা দেয়া হয়। 

প্রসঙ্গত, গত শনিবার বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার পরিবার পাকা বাড়ি পেয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password