ল্যাম্পপোস্টে বাতি না থাকায়, জনদূর্ভোগে এলাকাবাসী 

ল্যাম্পপোস্টে বাতি না থাকায়, জনদূর্ভোগে এলাকাবাসী 
MostPlay

পৌরশহরের ৯নং ওয়ার্ডের রাস্তা ও গুরুত্বপূর্ণ মোড়ের অধিকাংশ ল্যাম্পপোস্টে বাতি জ্বলে না। আলো না থাকায় রাতের বেলায়  এসব রাস্তা ও মোড়গুলো প্রায় অন্ধাকারেই  থাকছে। বিদ্যুৎ থাকাকালীন সময়ে বাসাবাড়ির আলোয় রাস্তা কিছুটা আলোকিত থাকলেও  বাসা-বাড়ির আলো নিভিয়ে দিলে চলাচলে বেকায়দায় পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ল্যাম্পপোস্টে  নষ্ট বাতি অপসারণ ও নতুন বাতি সংযোগের তাগাদা দিলেও কোন ফলাফল পাচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ।

মাস খানেক সময় ধরে বিদ্যুৎ ব্যবস্থার এমন সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ সাময়িক উদ্যোগ নিলেও  পিডিপির ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, ট্রান্সমিটার বিকল, ঝড়ের কারণে লাইনে সর্টসার্কিট  ও বজ্রপাতে বৈদ্যুতিক বাল্ব ফিউজ হওয়ায় স্থায়ী সমাধান হচ্ছে না বলে জানান পৌসভার বিদ্যুৎ শাখার দায়িত্বশীলরা। সমস্যা সমাধানে বাতি ক্রয়ের জন্য নতুন টেন্ডার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তারা।

কিশোরগঞ্জ পৌরসভার বিদ্যুৎ বিভাগের তথ্যমত বত্রিশ নতুনপল্লি গাঙ্গুলি রোডে আলো সরবরাহে প্রায় ৫ টি ল্যাম্প পোস্ট বসানো হয়েছে।  প্রতিকূল আবহাওয়া ও বজ্রপাতে অর্ধেক বৈদ্যুতিক বাতি ফিউজ হয়ে গেছে। কিন্তু রবিবার রাত সাড়ে ৭ টার দিকে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, সত্যের দোকানের সামনের একটি ল্যাম্পপোস্টে আলো জ্বলে আর বাকিগুলোর   
 মধ্যে কোন আলো নেই। অন্য দিকে সত্যের দোকানের সামনের মোড় থেকে শেষ মোড় পর্যন্ত ল্যাম্পপোস্টে কোন আলো ছিল না।  সড়ক ও রাস্তার মোড়ে রাতের বেলায় আলো না থাকায় চলাচলে ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। রাতের অন্ধকারে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিশু ও নারী পথচারীদের। ।

গাঙ্গুলি রোড এলাকার জওহরলাল গাঙ্গুলি  বলেন, পৌরসভায় বাস করি আমরা। অথচ রাস্তা থাকে গ্রামের মতো। বত্রিশ নতুন পল্লি এলাকায় প্রায়ই ল্যাম্পপোস্টে বাতি নেই। দুয়েকটা থাকলেও দিন দিন ফিউজ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকলে প্রায় অরক্ষিত থাকে এলাকার পথঘাট। এলাকার মানুষ পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে বার বার অবহিত করেছেন কিন্তু কোন ফায়দা হচ্ছে না।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যাক্তি বিডিটাইপকে বলেন, বত্রিশের প্রায় স্থানে ল্যাম্পপোস্টে বাতি জ্বলে না।

রাতে ঝুঁকি নিয়ে পথ চলাচল করতে হয় আমাদের। রাস্তায় আলো পর্যাপ্ত না থাকায় মধ্য রাতে চলাচলে আতঙ্কে থাকতে হয়। তাই যদি ল্যাম্পপোস্টে বাতি না থাকলে সৌর বাতি থাকলে আরো ভালো হয়।যাতে করে এলাকা বাসী এই দুর্ভোগের স্বীকার না হয়। এক গৃহশিক্ষক বিডিটাইপকে বলেন,পড়াতে আসার সময় আমি প্রায় বখাটে ছেলেদের সম্মুখীন হই।তাই এটি দ্রুত ব্যবস্থার প্রয়োজন।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password