প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় লিভারপুলের

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় লিভারপুলের
MostPlay

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে লিভারপুল৷ শনিবার ঘরের মাঠ এনফিল্ডে সাদিও মানে ও দিয়েগো জোতার গোলে বার্নলে এফসিকে ২-০ ব্যাবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই চাপ বাড়ায় লিভারপুল। তৈরি করে গোলের অসংখ্য সুযোগ। ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রেখে ২৭টি শট নেয় ২০১৯-২০ আসরের চ্যাম্পিয়নরা, যার ৯টি ছিল লক্ষ্যে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়বি অল রেডদের। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় সালাহ-মানেরা। এ সময় ডানদিক থেকে কোস্তাসের ক্রস ডি বক্সের মধ্যে খুঁজে পায় দিয়েগো জতার মাথা। তিনি হেড নেন। বার্নলির গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করে বল জালে জড়ায়। ২৬তম মিনিটে হার্ভি এলিয়টের দারুণ পাস থেকে গোলের দেখা পান মোহামেদ সালাহ। কিন্তু ভাগ্য সহায় হয়নি অল রেডদের। ভিএআর দেখে গোলটিকে বাতিল করে দেন রেফারি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল৷

বিরতির পর ৬৮তম মিনিটে সাদিও মানের গোলে স্কোরলাইন দ্বিগুণ করে লিভারপুল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এটি এবারের লিগে টানা দ্বিতীয় জয় লিভারপুলের। আর বার্নলির এটি টানা দ্বিতীয় পরাজয়। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটির এদিন শুরুর একাদশের জার্সি নম্বর ছিল ১ থেকে ১১ পর্যন্ত! ইংল্যান্ডের শীর্ষ লিগে এমন ঘটনা এর আগে দেখা গিয়েছিল ১৯৯৮-৯৯ আসরে, দল চার্লটন।

মন্তব্যসমূহ (০)


Lost Password