আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন লিটন কুমার দাস

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন লিটন কুমার দাস
MostPlay

হোমঅফ ক্রিকেটে ১ম ইনিংস দলের বিপর্জয়ের সময়ে মুশফিকের সাথে ৬ষ্ঠ উইকেটে ২৭২ রানে জুটি গড়ে শ্রীলঙ্কা সামনে বড় রানের টার্গেড দাড়াতে সক্ষম হয় বাংলাদেশ টিম।

লিটন কুমার দাস তুলে নেন ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি। তখন ২০০০ রানের মাইলফলক র্স্পশ করা থেকে কিছুটা দুরে ছিলেন তিনি। শেষ ইনিংসে খেলতে নেমে তুলে নেন ক্যারিয়ারের ১৩ তম অর্ধশতক এবং ২০০০ রানের মাইলফলক র্স্পশ করেন তিনি। এর জন্য খেলতে হয় ৫৬ ইনিংস। তার চেয়েও কম ইনিংস খেলে এই মাইলফলক র্স্পশ করেন বাংলাদেশ দলের আরো ২ ব্যাটার - তামিম ইকবাল, মুমিনুল হক।

৮ম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন লিটন কুমার দাস। যদিও ঢাকা টেস্টের পারফরম্যান্স এখনো যুক্ত হয়নি। তা হলে আরেক ধাপ এগিয়ে যাবেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password