অর্ধেক বেতন কমিয়ে বার্সাতেই থাকছেন লিওনেল মেসি

অর্ধেক বেতন কমিয়ে বার্সাতেই থাকছেন লিওনেল মেসি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি, উল্টো নতুন করে ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে ৫ বছরের চুক্তি করছে কাতালান ক্লাবটি। ততদিনে মেসির বয়স হবে ৩৯ বছর! এমনকি মেসি বার্সায় থাকতে রাজি হয়েছেন তার ৫০ শতাংশ বেতন কমিয়ে। আগে যে বেতন পেতন, নতুন চুক্তিতে আর্জেন্টিনার এই তারকা পাবেন তার অর্ধেক। এমনট খবর স্প্যানিশ গনমাধ্যম মার্কার। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। সেটা হতে পারে শুক্রবারের মধ্যেই।

কিশোর বয়সে ২০০০ সালে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন মেসি। যুব দলে রাঙিয়ে ২০০৪ সালে তার অভিষেক হয় মূল দলে। এরপর শুধুই সামনে ছুটে চলা। গত এক যুগের বেশি সময় ধরে ক্লাবটির সাফল্যের নায়ক তিনি। এখানে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগাসহ জিতেছেন রেকর্ড ৩৫টি শিরোপা। গত ৩০ জুন বার্সার সঙ্গে পুরনো চুক্তি শেষ হয় মেসির। এরপর তিনি ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান।

যদিও গত মৌসুমের শেষে মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার পরপরই পিএসজি ও ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন তারকাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতির দায়িত্ব নেওয়া হুয়ান লাপোর্তা গত বছর থেকেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password