শরীয়তপুরে পলিথিনে মোড়ানো জীবন সংসার ভাগ্যে জোটেনি কোনো সাহায্য

শরীয়তপুরে পলিথিনে মোড়ানো জীবন সংসার  ভাগ্যে জোটেনি কোনো সাহায্য

ঘর নেই, তাই সিমেন্টের বস্তা, পলিথিন আর বাঁশের তৈরি ছাপড়ার নিচে দুই বছর ধরে থাকছেন এক দম্পতি। অসহায় মতি ব্যাপারী ও রাশিদা বেগম এই দম্পতির ছাপড়ার নিচে দুই বছর পার হলেও তাদের ভাগ্যে আজো জোটেনি কোনো সাহায্য বা ঘর।দুই বছর ভিটেমাটি আর সিমেন্টের বস্তা ও পলিথিন ঘেরা ঘরটি তাদের একমাত্র সম্বল। ছেলে রবিউল ব্যাপারী ও এক মেয়ে মরিয়ম। খেয়ে না খেয়ে সন্তানদের নিয়ে কোনো রকমে দিন কাটছে এই দম্পতির। দুর্ভাগা সংসারে ফিরেও তাকায়নি কেউ। তবুও তারা হাত পাততে চান না অন্যের কাছে।এই মতি-রাশিদা দম্পতির বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চন্দনকর গ্রামে।

 অসহায় মতি ব্যাপারী জানান, বাবা কাবিল ব্যাপারী ও মা মাসুদা বেগমের সঙ্গে ছিলেন ২২ বছর। তারা সাত ভাই, দুই বোন। তিনি ভাই বোনদের মধ্যে পঞ্চম। ২০১৪ সালে তিনি একই ইউপির সুবচনী চরমালগাঁও গ্রামে বিয়ে করেন। নিজের পরিবার অসচ্ছল হওয়ায় বিয়ের পর নিজ বাড়িতে জায়গা হয়নি। তাই বিয়ের পর পরিবার নিয়ে দুই বছর শ্বশুর বাড়িতে থেকেছেন তিনি। পরে সেখানে জায়গা না হওয়ায় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও এলাকার মঙ্গল খাঁর বাড়িতে থাকতেন। এর মাঝেই জন্ম নেয় ছেলে রবিউল ও মেয়ে মরিয়মের। ওই বাড়িতে চার বছর থাকার পর বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলেন। কোথাও থাকার জায়গা না পেয়ে পরিবার নিয়ে বাপ দাদার বাড়িতে উঠেন মতি ব্যাপারী। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতি ব্যাপারীর অসহায়ত্বের কথা জানতে পারেন শরীয়তপুরের ডিসি পারভেজ হাসান। পরে শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মনদীপ ঘরাইকে খোঁজ নিতে বলেন। বৃহস্পতিবার সকালে ইউএনও মতি ব্যাপারীর বাড়িতে যান। তার পরিবারের খোঁজ খবর নেন।মাটি কাটা শ্রমিক মতি ব্যাপারী বলেন, বিয়ের আগে বাবার ঘরে ছিলাম। বিয়ের পর থাকার জায়গা না থাকায় অন্যের বাড়ি বাড়ি ছিলাম। টাকার অভাবে ঘর তুলতে পারিনি। বাবার দুই শতাংশ জমি পেয়েছি। সেখানেই সিমেন্টের বস্তা, পলিথিন আর বাঁশে ঘেরা ছাপড়র নিচে দুই বছর ধরে আছি। ঝড় তুফান হলে আমার ঘরটি উড়ে যাবে।

তিনি বলেন, ‌‘ইউএনও খোঁজ খবর নিতে এসেছিলেন। সরকারের পক্ষ থেকে একটি ঘর পেলে স্ত্রী সন্তান নিয়ে সুখে দিন কাটাতে পারতাম। আমার বাবা কৃষক। তাই আমাদের পড়াশোনা করাতে পারেনি। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। অভাবের সংসার, অভাবেই কাটছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সিমেন্টের বস্তা, পলিথিন আর বাঁশের তৈরি ছাপড়া মতি ব্যাপারীর। ছাপড়ার ভেতরে ছোট একটি বৈদ্যুতিক ফ্যান ঘুরছে। পাশেই মশারি, পুরোনো দুটি বালিশ। নিচে হোগলা পাতার বিছানা, তাও ছেঁড়া। ছাপড়ার পূর্ব পাশে খোলা রান্না ঘর। পাশেই অন্যের একটি পুকুর। নেই টিউবওয়েল। নেই ঘর।

মতির স্ত্রী রাশিদা বেগম বলেন, সন্তানদের নিয়ে অনেক কষ্টে থাকি। এমন ঘরে থাকা যায় না। ঝর বৃষ্টি  হলে কোন দিকে যাব দিশা পাই না।মতির বৃদ্ধা মা মাসুদা বলেন, ছেলে মেয়েদের লেখা পড়া শিক্ষা দিতে পারি নি। আমার ছেলে মতির ঘর নেই। কাগজ দিয়া ঘর উঠাইয়া থাকে। স্ত্রী, দুই নাতিকে নিয়ে থাকতে অনেক কষ্ট হয়। একটি ঘর খুবই দরকার।

ওই গ্রামের বাসিন্দা খালেক ব্যাপারী, হারুন ব্যাপারীসহ অনেকেই জানান, প্রধানমন্ত্রী ভূমিহীন ও দুস্থ অসহায়দের বাড়ি করে দিলেও তাদের ভাগ্যে জোটেনি ঘর। কেউ খোঁজ নেন না তাদের। সরকারের পক্ষ থেকে মতিকে একটি ঘর দিলে স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারতো।রুদ্রকর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মজিবর রহমান খোকন বলেন, আমার কাছে মতির পরিবার কখনও আসেনি। আমি তার পরিবারকে ভিজিএফ কার্ডের ব্যবস্থা করে দেব। যতটা সম্ভব সহযোগিতা করবো। 

সদর উপজেলার ইউএনও মনদীপ ঘরাই বলেন, সোশাল মিডিয়ার মাধ্যমে ডিসি ওই অসহায় পরিবারটির ব্যাপারে জানতে পারেন। তখন আমাকে খবর নিতে বলেন। বৃহস্পতিবার সকালে পরিবারটির পাশে গিয়ে যা দেখলাম। প্রধানমন্ত্রীর ঘর আমরা যে দিচ্ছি, এই পরিবারের চেয়ে ভালো সিলেকশন আর হতে পারে না। পরিবারটি পলিথিন মোড়ানো জায়গায় থাকছেন। তাদের এতটুকু আশ্বাস দেয়ার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী যে উপহার আছে, অর্থাৎ ঘর, সেই ঘরে আপনারা উঠতে পারবেন। আপাতত এমপির সঙ্গে পরামর্শক্রমে টিন দিয়ে থাকার ব্যবস্থা করে দেয়া হবে। সামনে বৃষ্টি ও কাল বৈশাখী ঝড়। তখন এই পরিবারের অবস্থা কি অবস্থা হবে। এরই মধ্যে তাদের যে জায়গাতে ঘর দেয়া হবে, সেই জায়গার মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। দুই এক দিনের মধ্যে ঘরের প্রথম ইটটি দিয়ে ঘরের কাজ শুরু করা যাবে আশা করা যাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password