প্রথম ম্যাচেই পয়েন্ট হারাল রোনালদোর জুভেন্টাস

প্রথম ম্যাচেই পয়েন্ট হারাল রোনালদোর জুভেন্টাস
MostPlay

গত মৌসুমে ইন্টার মিলানের কাছে শিরোপা খুইয়ে শেষ হয় জুভেন্টাসের টানা নয় মৌসুমের আধিপত্য। কোচ আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করে দ্বিতীয় দফায় দলটির দায়িত্ব দেওয়া হয় আল্লেগ্রিকে। ৫৪ বছর বয়সী এই ইতালিয়ান কোচের হাত ধরে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুটা ভালো হলো না তুরিনের দলটির। ২-০ গোলে এগিয়ে থেকেও উদিনেসের সাথে ২-২ গোলে ড্র করে প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস।

উদিনেসের বিপক্ষে ম্যাচের প্রথম একাদশে রোনালদোকে রাখেননি জুভেন্টাস বস৷ এই সিন্ধান্ত যেন রোনালদোর দলবদলের গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল৷ রোনালদোকে ছাড়াও প্রথমার্ধের পুরোটা সময় দাপটের সাথে খেলেছে তুড়িনের ওল্ড লেডিরা৷ মাত্র তিন মিনিটের সময় দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। গোল করে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জুভেন্টাস। ২৩তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন কুয়াদরাদো। ২ গোকে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতি থেকে ফিরে খেই হারাতে থাকে জুভেন্টাস৷ সেই সুযোগে জুভেন্টাসকে চেপে ধরতে থাকে উদিনেস। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে উদিনেসের হয়ে স্পট কিকে ব্যবধান কমান আর্জেন্টাইন মিডফিল্ডার পেরেইরা। ৬০তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন জুভেন্টাস কোচ আল্লেগ্রি। মাঠে নামান রোনালদো, জর্জো কিয়েল্লিনি ও দেজান কুলুসেভস্কিকে। তুলে নেন আলভারো মোরাতা, অ্যারন র‌্যামজি ও ফেদেরিকো বের্নারদেস্কিকে। তিন পরিবর্তন করার পর আক্রমণ বাড়াতে থাকে জুভেন্টাস। কিন্ত ব্যাবধান বাড়িয়ে নিতে পারছিল না তারা। উল্টো ৮৩তম মিনিটে হাস্যকর ভুল করে বসেন স্ট্যাসনি। সতীর্থের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিয়ে বল মারেন প্রতিপক্ষের একজনের গায়ে। ছয় গজ বক্সের কোণা থেকে ফাঁকা জালে বল পাঠান দ্বিতীয়ার্ধে বদলি নামা দেউলোফেউ।

গোল খেয়ে মরিয়া হয়ে উঠে জুভেন্টাস। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোলটি করে ফেলেছিলেন রোনালদো। গোলা করার পর বুনো উল্লাসে মেতে উঠেন তিনি। কিন্তু ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করে অফসাইডের বাঁশি বাজান রেফারি এবং জার্সি খুলে উদযাপন করার জন্য হলুদ কার্ড দেখান রোনালদোকে। তবে রেফারির সিন্ধান্তে খুশি হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

মন্তব্যসমূহ (০)


Lost Password