যুবক অনার্য এর কবিতা "ফটোগ্রাফে তুমি"

যুবক অনার্য এর কবিতা "ফটোগ্রাফে তুমি"
MostPlay

ফটোগ্রাফে তুমি 

যুবক অনার্য 


চোখে রোদ চশমা- নীল

গোলাপি লিপস্টিক ঠোঁটে 

ফটোগ্রাফে তুমি 

সহস্র চোখ -মুগ্ধ বিমুঢ় 

তাকিয়ে যাচ্ছে মরে 

আহা তুমি কেনো 

অনিবার্য এমন 

ভেঙে ফেলো চৌচির ক'রে 

 সমগ্র একটা জীবন

তুমি কেনো এমন উপমা হলে 

বিরহী অক্ষর খুঁড়ে

সহস্র চোখ তাকিয়ে তোমার চোখে

গভীর করে মরে যায়

শুধু বেঁচে থেকে


সুদূরিকা 

না দেখার ভান করে দেখে নিও

তোমার গোলাপি ঠোঁটে 

আমাকে পোড়াবার চন্দন-চিতা  

অপেক্ষা ক'রে আছে 

আড়ালে -সংগোপনে

মন্তব্যসমূহ (০)


Lost Password