জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশে পুলিশী হামলায় জাগপা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশে পুলিশী হামলায় জাগপা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া রাষ্ট্রীয় বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশে বিনা উস্কানিতে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. শাহাদাত।আজ ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাগপা নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে জাগপা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “ভোটারবিহীন স্বৈরাচার সরকার এখন নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে। বিনা উস্কানিতে পৈশাচিক কায়দায় সমাবেশের নেতাকর্মীদের উপর যে ভাবে বর্বরোচিত হামলা চালানো হয়েছে একটি গণতান্ত্রিক দেশে তা কখনোই কাম্য হতে পারে না। নিপীড়ন-নির্যাতন করে গুম-খুন-মামলার মাধ্যমে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। সাধারণ মানুষ আজ আতঙ্কিত-ভীতসন্ত্রস্ত।”

নেতৃবৃন্দ আরো বলেন, “বর্তমান স্বৈরাচার সরকারকে আন্দোলনের মাধ্যমে হটানো ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি সম্ভব নয়। আসুন দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলে এই সরকারের পতনকে নিশ্চিত করি।”

জাগপা নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, “আগুন নিয়ে খেলা করবেন না। স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের মত হঠকারি সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় জনগণের কাছে আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

মন্তব্যসমূহ (০)


Lost Password