রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎচুল্লীর নিয়ন্ত্রক স্থাপন সম্পন্ন

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎচুল্লীর নিয়ন্ত্রক স্থাপন সম্পন্ন
MostPlay

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের reactor(বিদ্যুৎচুল্লী) এর ওপর containment(নিয়ন্ত্রক) স্থাপন সম্পন্ন হয়েছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে VVER-1200 সক্ষমতার এমন দুটো পারমানবিক চুল্লী(reactor) স্থাপন করা হবে। রাশিয়ার অর্থায়ন ও কারিগরি সহায়তায় ২৪০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

উল্লেখ্য, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password