করোনায় নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫৪ জন আক্রান্ত

করোনায় নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫৪ জন আক্রান্ত

করোনার প্রথম থাবায় নারায়ণগঞ্জকে ঘায়েল করলেও দ্বিতীয় থাবায় তেমন একটা করতে পারেনি ।তবে তৃতীয় থাবায় এসে ফের নারায়ণগঞ্জকে আবার ঘায়েল করতে শুরু করেছে  মহামারি করোনাভাইরাস।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নারায়ণগঞ্জে  করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫৪ জন। যা এখন পর্যন্ত রেকর্ড আক্রান্তের সংখ্যা। এই নিয়ে এই জেলায় মো আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১০৪ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই)  জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায়  নারায়ণগঞ্জে ৭৯৬ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে । তার মধ্যে ২৫৪ জনের দেহে করোনার সংক্রামণ মিলেছে। এই নিয়ে জেলায় মোট ১ লাখ ৩৩ হাজার ৯২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  

আক্রান্ত ২৫৪ জনের মধ্যে আড়াই হাজারের ২৯ জন, বন্দরের ৮ জন, এনসিএল এলাকার ৮৪ জন, রুপগঞ্জের ৭০ জন, নারায়ণগঞ্জ সদরের ৩৩ জন এবং সোনারগাঁও এলাকার ৩০ জন আক্রান্ত হয়েছেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password