রাজশাহী মেডিকেলের করোনায় গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনায় গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু
MostPlay

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনার সংক্রমণে ৫ জন, উপসর্গে নিয়ে ৮ জন ও করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় ২ জন মারা গেছেন। রামেক হাসপাতালে এ নিয়ে আগস্ট ২০২১ মাসের প্রথম ৬ দিনে মারা গেলেন ৯৮ জন।

০৬ আগস্ট শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই সব তথ্য নিশ্চিত করেছেন। মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়ার ও নওগাঁয় ১ জন করে রয়েছেন। এর মধ্যে করোনার সংক্রমণে রাজশাহীর ৩ জন, নাটোরের ১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ৮ জন নারী ও ৭ জন পুরুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এই একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪০৩ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password