নরসিংদীতে একদিনে ৩৮৭ জন করোনা রোগী শনাক্ত

নরসিংদীতে একদিনে ৩৮৭ জন করোনা রোগী শনাক্ত

নরসিংদীতে একদিনে এক হাজার ২৪টি নমুনা পরীক্ষায় ৩৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ( ৬ আগস্ট) সকালে এ তথ্য জানান নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, নরসিংদী সদর উপজেলায় ১৬০ জন, পলাশ উপজেলায় ৪৮ জন, শিবপুর উপজেলায় ৪২ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১০৮ জন ও রায়পুরা উপজেলায় ২০ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ছয়টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ হাজার ৫৩২ জন, শিবপুর উপজেলায় ৯৯৮ জন, পলাশ উপজেলায় ১ হাজার ৩২১ জন, মনোহরদী উপজেলায় ৫২৯ জন, বেলাব উপজেলায় ৫৪৩ জন ও রায়পুরা উপজেলায় ৪৭১ জন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৮ হাজার ৩৯৪ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৫ হাজার ৭১০ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৬৫ জন এবং সন্দেহজনক রোগী ৪৫ জনসহ মোট ১১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও রেফার্ডকৃত ৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৫ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৮ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৬ জন ও শিবপুর উপজেলায় ১০ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password