নোয়াখালীতে করোনায় আরো ৪ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় আরো ৪ জনের মৃত্যু
MostPlay

নোয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৮৪ জন। আজ হাতিয়ায় একজন, সেনবাগ একজন, সোনাইমুড়ী একজন ও চাটখিল উপজেলায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮১২ জন। যার মধ্যে মারা গেছেন ১৮৪, আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৬১০ জন রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ১৮জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৯২ জন রোগী।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৭১৮টি নমুনা পরীক্ষা করে ২২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৫৬, সুবর্ণচরে ১০, হাতিয়া ৪, বেগমগঞ্জে ৩৭, সোনাইমুড়ীতে ১৭, চাটখিল-১৮, সেনবাগে ২১, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাটে ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০.৭৮ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password