খুলনায় গৃহবধূকে গণধর্ষণ বাসা ভাড়া নিতে এসে
খুলনা মহানগরীতে বাসা ভাড়া নিতে এসে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণ করেছে দুই ব্যক্তি। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।শনিবার (২ মে) নগরীর আনসার একাডেমী সংলগ্ন বাহাদুর লেনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই নারী এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে।
ওই নারীর বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে তাদের বাড়িতে দুজন ব্যক্তি আসে। তাদের মধ্যে একজন শ্যামলা (৪০) আরেক জন কালো (৩০)। এসময়ে বাড়িতে ওই নারী, তার সন্তান (৪) ও তার ভাই (১৫) উপস্থিত ছিল। প্রথমে তারা পানি খেতে চায় পরে বিভিন্ন অজুহাতে বাসায় অবস্থান করে এবং বাসা ভাড়া নেওয়ার কথা বলে। এসময়ে ওই নারীর ভাইকে কৌশলে দোকানে পাঠায় পেপসি কিনতে। এসময়ে একজন বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় আরেক জন ধর্ষণ করে। এভাবে তারা দুজন পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, গণধর্ষণের শিকার ওই নারীর পরিবারের অভিযোগ পেয়েছি। আমরা বিস্তারিত তদন্ত করছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন