প্রিন্ট মেশিনে ছাপার মত ৪ বছরে সোয়া লাখ রোহিঙ্গা শিশুর জন্ম

প্রিন্ট মেশিনে ছাপার মত ৪ বছরে সোয়া লাখ রোহিঙ্গা শিশুর জন্ম
MostPlay

দেশে হু হু করে বেড়ে চলেছে রোহিঙ্গার সংখ্যা। রোহিঙ্গা পরিবারগুলোতে একদিকে বাল্যবিবাহ যেমন বেশি, তেমনি পুরুষ রোহিঙ্গাদের একাধিক বিয়ের প্রবণতাও বেশি। ফলে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ বছরে (৩ বছর ১০ মাস) উখিয়া- টেকনাফের ৩৪ আশ্রয় শিবির এবং ভাসানচর মিলিয়ে রোহিঙ্গা পরিবারগুলোতে এক লাখ ২৪ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে। এ পরিসংখ্যান বেসরকারী। 

সরকারী পর্যায়ে নতুন শিশুদের তালিকা কিভাবে হচ্ছে তার সঠিক কোন তথ্য নেই। বেসরকারী এনজিও সংস্থা সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে শিশু জন্মহারের এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password