দুর্গাপুরে টিনের চাল কেটে মেয়রের ৩০ লাখ টাকা লুট

দুর্গাপুরে টিনের চাল কেটে মেয়রের ৩০ লাখ টাকা লুট

নেত্রকোনার দুর্গাপুরে টিনের চাল কেটে অভিনব কায়দায় ৩০ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। শনিবার সকালে পৌর শহরের তেরিবাজারে পৌর মেয়র আলাউদ্দিন আলালের অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে অফিসের মূল ফটকে তালা খুলে ঘরে ঢুকতেই কাগজপত্র ও টাকা রাখার আলমারি এলোমেলো দেখেন অফিস স্টাফ জয়দেব। বিষয়টি তাৎক্ষণিক বাকি সদস্যদের জানান তিনি। পরে তারা পুলিশে খবর দেন।

মূলত টাকা চুরির উদ্দেশ্যেই শনিবার মধ্যরাতে বা এর আগে সংঘবদ্ধ চক্রের এক বা একাধিক সদস্য অফিসের পেছনে টিনের বেড়া ভেঙে ভেতরে ঢোকেন। পরবর্তীতে গাছ বেয়ে টিনের চাল কেটে পরপর তিনটি ঘরে ঢোকে চক্রটি। এ সময় ঘরের ভেতরে থাকা কাঠ ও স্টিলের ড্রয়ার ভেঙে প্রায় ৩০ লাখ টাকা লুট করেন। এছাড়া পুরো অফিসের সিসি ক্যামেরা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদ শারমিন নিলা। এছাড়া দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফরুজ্জামান জুয়েল। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি।

অফিসের ম্যানেজার ধরে ধনেশ পত্রনবীর জানান, এ অফিসে মেয়রের ইটভাটা, হোটেল, ট্রাক, বালুসহ সব ব্যবসার টাকা রাখা হতো। কিন্তু টিনের চাল কেটে সব টাকা নিয়ে যায় চোর।দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অপরাধীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password