নয়াপল্টনে সংঘর্ষে নিহতের পরিচয় শনাক্ত

নয়াপল্টনে সংঘর্ষে নিহতের পরিচয় শনাক্ত
MostPlay

রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের মরদেহ শনাক্ত করেছেন তার স্ত্রী হালিমা বেগম। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মরদেহের পরিচয় শনাক্ত করেন তিনি। নিহত মকবুল হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পদিনির চর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বর্তমানে মিরপুর ১১ বাউনিয়াবাদ এ ব্লক লাইন নং ১২ বাসা নং ৮ পল্লবীতে থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। মিথিলা (৯) নামে নিহতের এক মেয়ে রয়েছে। মিথিলা স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। এর আগে বিকেল তিনটার দিকে পল্টনে পুলিশের গুলিতে আহত অবস্থায় মকবুল সহ প্রায় ২০ থেকে ২২ জন ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মকবুল হোসেনকে (৪৩) মৃত্যু ঘোষণা করেন।

আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। নিহতের বড় ভাই আব্দুর রহমান বলেন, আমার ছোট ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে সে কোন পদে নাই আমার জানা মতে বলেন তিনি। স্বামীর রাজনীতির কথা সম্পূর্ণ অস্বীকার করে নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, আমার স্বামী জুতার কারচুপির ব্যবসা করেন।

সে মার্কেটে তাগাদায় বের হন। আমার স্বামী কোন রাজনীতি করেন না। আমার সংসার চালাবে কে? আমার একমাত্র মেয়ে মিথিলার কি হবে? আল্লাহ আমার স্বামীরে তুমি ফেরত দাও এমন সব বিলাপ করেন হালিমা বেগম। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার পর নিহত মকবুলের লাশ শনাক্ত করেন তার স্ত্রী হালিমা বেগম। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password