২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন
MostPlay

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের সন্তানরা দেশের বাইরে থাকাতে কেউ আসতে পারেননি। টিম খোরশেদের প্রধান কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, জামতলা হাজী ব্রাদার্স রোড নিবাসী সাগরিকা (৬৫) করোনা আক্রান্ত হয়ে মিটফোর্ডের এভার হেলথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সোয়া ৬টায় মারা যান।

পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা দুপুর ১টায় মরহুমার গোসল ও জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন করেছেন। এর আগে সাগরিকার স্বামী রফিকুল ইসলাম খান ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিনও টিম খোরশেদ তার দাফন সম্পন্ন করেছে। দাফন টিমে ছিলেন মনি বেগম, রানা মজিব, আলী সাবাব টিপু, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন ও মো. শহীদ, আশরাফুল নীরব। তাদের দুই ছেলে আমেরিকা প্রবাসী এবং এক মেয়ে স্বামীর সংসারে ঢাকার রামপুরায় বসবাস করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password