ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মানবপাচারকারীকে গ্রেফতার

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মানবপাচারকারীকে গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে মো. শাহজাহান মিয়া (৩২) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা উদ্ধার করা হয়।সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার‌্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার মো. শাহজাহান মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. আ. জলিলের ছেলে।

এর আগে রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আখের মুহম্মদ জয় বলেন, ‘গ্রেফতার শাহজাহান মিয়া ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা নিয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে বিদেশে বিভিন্ন দেশে মানবপাচার করে অর্থ আত্মসাৎ করতেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন তিনি।’গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে নেত্রকোনা জেলার পুর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password