রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। শনিবার (০৫ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল হয়।

রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীদের এ দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত আর শান্তি কামনা করা কঠিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে মামুনুল হকেরা প্রমাণ করেছে তারা মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী। মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । 

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল হয়েঠে রাজধানী ঢাকা। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে মিছিল করেছে। বিক্ষোভ মিছিলের পাশাপাশি সমাবেশও করেছে দু-একটি সংগঠন। এসব কর্মসূচি থেকে ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিক্ষোভ মিছিল করে এসব সংগঠন।

ছাত্রলীগের পক্ষ থেকে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মিছিল ও এর পাশাপাশি সমাবেশ করা হয়। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একই ইস্যুতে প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষকলীগ। আগামীকাল রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে এসব সংগঠন। 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। ভাস্কর্য বিরোধিতার নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে এ ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা জানান, আগামীকাল রোববার আদালতে তাদের বিরুদ্ধে এই মামলা করা হবে। 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তারা বলেন, যারা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে, সেইসব মৌলবাদী, সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে মৌলবাদী চক্রের বিষ দাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আলিপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছে জেলা যুবমহিলা লীগ। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনের বক্তারা।

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গিবাদ, মৌলবাদ’র বিরুদ্ধে নেত্রকোনায় মানববন্ধন বঙ্গবন্ধু পরিষদ।

এদিকে, রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ, জাগরণী সঙ্গীত, কবিতা আবৃত্তি ও মানববন্ধন হয়েছে। দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সরকার ও ভাস্কর্য বিরোধী কার্যকলাপ রুখে দেয়ার হুশিয়ারি দেন।

এছাড়াও আরও বেশ কয়েকটি দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উল্লোখ্য, শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password