ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে।বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, দেশে যে হারে ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন-নির্যাতনের হচ্ছে সেটা উদ্বেগজনক। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুবিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট হোসেন তৌফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, নাট্যকর্মী সামিনা চৌধুরী মনি, সংস্কৃতিকর্মী অলক ঘোষ চৌধুরী, মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সুহেল আহমদ, সাংবাদিক মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, কুদরত পাশা, আমিনুল ইসলাম, নাট্যকর্মী সামির পল্লব, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password