নারী নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

নারী নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ও বাদাবন। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ ও বাদাবন যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসংখ্য জনসচেতনতামূলক প্রচারিভিযান চালানো হয়েছে। আমাদের যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গত ২০ বছরেও তা পাল্টায়নি। নারীদের মর্যাদার দৃষ্টিতে না দেখে পুরুষরা এখনো নারীকে ভোগের সামগ্রী হিসেবে দেখে। ভয় পেয়ে নারীদের ঘরে বসে থাকলে চলবে না। আসুন পরিবার থেকে এই ধর্ষণরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। নারীদের লেখাপড়ার পাশাপাশি আত্মরক্ষার কৌশল রপ্ত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক পারভীন আহমেদ, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাবেক সভাপতি তহুরা হোসেন প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password