যৌতুকের টাকা না দেওয়ায় কুষ্টিয়া দৌলতপুরে গৃহবধূকে শারীরিক নির্যাতন

যৌতুকের টাকা না দেওয়ায় কুষ্টিয়া দৌলতপুরে গৃহবধূকে শারীরিক নির্যাতন
MostPlay

মোঃ রিপন আলী, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ববিতা খাতুন (২০) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ববিতা খাতুন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বেলতলিপাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের মেয়ে।

দু’ই মাস আগে একই গ্রামের শফিকুল মালিথার ছেলে সাদ্দাম হোসেনের সাথে বিবাহ হয় ববিতা খাতুনের। বিবাহের সময় ববিতার পরিবারের পক্ষ থেকে ৮০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই টাকা দু’মাস পার হয়ে গেলেও দিতে পারেননি ববিতা খাতুনের পরিবার।

আর সে কারনেই ববিতা খাতুনকে পাষন্ড স্বামী সাদ্দাম হোসেন হাত-পা বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে আরোও জানাযায়, ঘটনার দিন ২৯শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার সময় ববিতা সোবার ঘরে থাকাবস্থায় আচমকা যৌতুকের দাবীতে স্বামী সাদ্দাম, শশুর শফিকুল ও শাশুড়ী হেলেনা ঘরে ঢুকে পেটাতে শুরু করেন।

অভিযোগে উল্লেখ্য আছে সে সময় ববিতা চিৎকার করলে কাপড় দিয়ে মুখ, হাত, পা বেঁধে লাঠি দিয়ে মুখে, পিঠে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে বে-ধড়ক ভাবে পিটান তারা। পরে ববিতার আত্মীয় স্বজন খবর পেয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন।

শারীরিকভাবে একটু সুস্থ্য হয়ে ববিতা নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় তার স্বামী সাদ্দাম শশুর শফিকুল ও শাশুড়ী হেলেনা খাতুন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বলেন, স্বামী কর্তৃক নির্যাতিতার অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে ।

মন্তব্যসমূহ (০)


Lost Password