বাংলাদেশ কোস্টগার্ড সৃষ্টির ইতিহাস

বাংলাদেশ কোস্টগার্ড সৃষ্টির ইতিহাস
MostPlay

বাংলাদেশ সৃষ্টির অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ পুলিশ সহ সকল সামরিক বাহিনীর অস্তিত্ব ছিল। কিন্তু কোস্টগার্ডের আত্মপ্রকাশ ঘটে অনেক পরে ১৯৯৫ সালে । আজকের মূল আলোচ্য বিষয় কোস্টগার্ড গঠনের কিছু মজার ইতিহাস নিয়ে। সময়টা ছিল ১৯৯৪ সাল। বাংলাদেশ এমনিতেই দূর্যোগপূর্ণ দেশ। বারবার ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় অঞ্চলে নিরাপত্তার চেয়ে বেশি দরকার ছিল উদ্ধার কার্য পরিচালনার জন্য বাহিনী।

আর সারাবিশ্বে উপকূলীয় অঞ্চলে উদ্ধার অভিযানে বরাবরই কোস্টগার্ড দায়িত্ব পালন করে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য সর্বপ্রথম সংসদে বিল আনে তৎকালীন বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে বিরোধীদলীয় কোনো বিল সংসদে পাস হবে তা কল্পনাও করা যায়না তাই বিরোধীদল কখনো বিল আনেও না । কিন্তু তৎকালীন বিরোধী দল সংসদে বিল আনে। যেই ভাবা সেই কাজ। জাতির জন্য কোস্টগার্ড উপকারী হলেও রাজনীতির জন্য উপকারী ছিলোনা। সরকারের কাজ বিরোধীদল করবে তা বাংলাদেশের জন্য বিরল।

তাই তৎকালীন সরকারি দল এ প্রস্তাব প্রত্যাখ্যান করার চেষ্টা করে। কারণ বিরোধী দল ভালো মন্দ যাই চাক না কেন, তা পাস হতে দেওয়া যাবে না। কিন্তু সেই দিনটি সরকার দলের পক্ষে ছিলোনা। এমন অবস্থা যে সংসদে সরকার দলের চেয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতি বেশি ছিল। তাই মৌখিক ভোটে নিতে চেয়েছিলেন সরকার দল। মৌখিক ভোট বা কন্ঠ ভোটের নিয়ম হলো হ্যা এর আওয়াজ বেশি হলে হ্যা জয়যুক্ত আর না এর আওয়াজের শব্দ বেশি মনে হলে না জয়যুক্ত।

কিন্তু যদি বিরোধীদল ভেটো দেয় তাহলে তা ডিভিশন ভোটে নিতেই হবে এটাই আইন। সাধারণত দ্রুত সময়ে বিল পাস করার জন্য কন্ঠভোট হয়। বিরোধীদল যখন বুঝতে পারে ডিভিশনে অর্থাৎ গণনা করেও কাজ হবেনা তখন তারা আর ভেটো দেয়না। কিন্তু সেদিন বিরোধীদল দেখলো তাদের উপস্থিতি বেশি তাই তারা ডিভিশনের দাবি করে। মাননীয় স্পিকারও জানতো আইন অনুযায়ী ডিভিশনে যেতেই হবে তবুও দুই ঘন্টা তর্ক বিতর্ক চালু রেখে সময় নষ্ট করে ।

আর সেই সুযোগে সরকার দল ইজ্জত রক্ষার জন্য সংসদের আশেপাশের এলাকার সরকার দলীয় সাংসদদের দ্রুত সংসদে আনতে শুরু করেন এমনকি সংসদের কেন্টিনেও খোঁজ পাঠানো হয় কেউ বাহিরে আছে কিনা দেখার জন্য। যাইহোক শেষ রক্ষা আর হয়নি। ডিভিশন ভোট দিতে বাধ্য হয়। এবং গণনা শেষে দেখা যায় বিরোধীদলীয় ভোট বেশি।

অবশেষে কোস্টগার্ড বিল ১৯৯৪ সালে সংসদে পাস হয়। পরবর্তী বছর ১৯৯৫ সালের ১৪ ই ফেব্রুয়ারি কোস্টগার্ড আইন পাস হয় এবং ডিসেম্বর মাসে নৌবাহিনী থেকে দুটি জাহাজ ধারে নিয়ে কোস্টগার্ড যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলের নিরাপত্তা ও উদ্ধার কার্য পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password