তীব্র যানজট বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে

তীব্র যানজট বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে
MostPlay

সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজটে জনজীবন বিপর্যস্ত। আসন্ন লকডাউন ও প্রচুর বৃষ্টিতে লোকাল বাস, ট্রাক, মিনিট্রাক ও মাইক্রোবাসের চাপ বৃদ্ধির কারণে এ যানজট তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

এছাড়াও সড়কে গণপরিবহন না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গুনতে হচ্ছে সাধারন মানুষকে। আজ বুধবার (৩০ জুন) রাত ৯টার পর থেকে আশুলিয়া থেকে আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একদিকে সড়কে যানজট, অন্যদিকে বৃষ্টির কারণে মানুষের সীমাহীন ভোগান্তি হচ্ছে।

বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বেশিরভাগ এলাকায় দেখা যায়, সড়কের দুইপাশে তীব্র যানজট। কারন, সন্ধ্যার পর থেকেই সড়কে বিভিন্ন পরিবহন বেড়ে যায়। এর ফলে যানজটও বাড়তে থাকে।

এইখানে দায়িত্ব্রত একজন ট্রাফিক পুলিশ বলেন যে, মধ্যরাত থেকে আসন্ন কঠোর লকডাউন এবং সন্ধ্যা থেকে বৃষ্টিতে রাস্তায় পানি জমার ফলে এখানে তীব্র যানজট দেখা যায়। পানি কমলে যানজটও কমে যাবে বলে আশা রাখেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password