বাংলাদেশের বর্তমান উন্নত টিকা পরিস্থিতিতে খুশি দিল্লি:জয়শংকর

বাংলাদেশের বর্তমান উন্নত টিকা পরিস্থিতিতে খুশি দিল্লি:জয়শংকর
MostPlay

বিগত বৃহস্পতিবার (১৫ জুলাই) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বাংলাদেশের টিকা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে ড.মোমেনের সাথে বৈঠককালে এসব বলেন তিনি। উল্লেখ্য,নিজের ভ্যাক্সিন চেইন কে শক্তিশালী না করে বাংলাদেশের নিজের টাকায় কেনা ভ্যাক্সিন না দেয়া বন্ধু রাষ্ট্রের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে কোভিডকালে তার দেশের বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়া উচিত। তার সন্তোষ প্রকাশে বাংলাদেশের নীতির কোন হেরফের হয়নি, হবেও না।

ইতোমধ্যে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ভারত আবার ভ্যাক্সিন দিতে পারবে বলে বিভিন্ন অসমর্থিত সুত্র উল্লেখ করলেও ভারতে উৎপাদিত ভ্যাক্সিনের ততোদিনে বাংলাদেশে তেমন কোন প্রয়োজনীয়তা থাকবেনা। লুক ইস্ট পলিসির আওতায় মাত্র ৭০ লাখ ভ্যাক্সিন দিয়েছে ভারত। তাদের মিডিয়াতে আবার সে ভ্যাক্সিন দেয়ার জন্য তাদের করোনা বেড়ে গেছে বলে দাবী করা হয়ে থাকে। কিন্তু,৩ কোটি ভ্যাক্সিন যে বাংলাদেশ নিজের টাকায় কিনবার টাকা দিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র কথা বলা হয় না।

এই ভ্যাক্সিনেশন প্রোগ্রাম বাংলাদেশে ব্যাকফায়ার করে ভারতের দুর্বলতার নগ্ন প্রকাশ ঘটিয়েছে। ভারতের ভ্যাক্সিন সংকটের বিষয় যাচাই না করে অর্ডার নেয়ার দায়ে এবং ভ্যাক্সিন ঠিকমতো না দেয়ার জন্য বাংলাদেশের বেক্সিমকো ফার্মা আন্তর্জাতিক আদালতে এবং ভারতের অভ্যন্তরে ভারতেরই হাইকোর্টে মামলা দাখিল করতে পারে। ভারতের সেরাম ইন্সটিটিউট এবং অতি উৎসাহী মোদী সরকার এর দায় এড়াতে পারবেনা।

বাংলাদেশ চীন থেকে আরো ভ্যাক্সিন সংগ্রহ করবে,এছাড়া পশ্চিমা এবং ইউরোপিয়ান ইউনিয়ন,জাপান সহ বেশ কিছু দেশ হতে কোভ্যাক্স এর আওতায় আরো কিছু ভ্যাক্সিন আসবে। উল্লেখ্য,১ কোটির অধিজ লোক কোভিড ভ্যাক্সিন এর জন্য রেজিস্ট্রেশন করেছেন। এখন কোন দেয়া ভ্যাক্সিনের ১-২ টি পার্শ্বপ্রতিক্রিয়ার কেস পাওয়া গেলেও তার সত্যতা মেলেনি। ১৮ বছরের অধিক এবং কলেজ-বিশ্ববিদালয়,মেডিকেল কলেজ এবং এর সমমান সকল শিক্ষার্থী বয়স অনুযায়ী সিনিয়র সিটিজেনদের ভ্যাক্সিন পাওয়ার পর ভ্যাক্সিন পাবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password