গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তা থানার কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তা থানার কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রোকোনুজ্জামান (২৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোকনুজ্জামানের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে লাশ ঝুলতে দেখেন। পরে বিষয়টি তিনি সবাইকে জানান। লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password