প্রাইভেটকারের ভিতর থেকে চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রাইভেটকারের ভিতর থেকে চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
MostPlay

বগুড়ার প্রাইভেটকারের ভেতর থেকে এক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় একজন ব্যাংক কর্মকর্তার গাড়ি রাখার গ্যারেজের  প্রাইভেটকারের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।  তবে কীভাবে তার মৃত্যু হলো, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

উদ্ধার করা ব্যাক্তির নাম  ফেরদৌস আলী (৪৩)। ফেরদৌস ওই গাড়ির চালক ছিলেন।ফেরদৌস আলী জেলার গাবতলী উপজেলার সোনারায় এলাকার মোস্তার ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে,  অগ্রণী ব্যাংকে কর্মরত জিয়া আনসারী বকশীবাজার এলাকার ওই গ্যারেজটির মালিক। তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক এবং তিনিও ঢাকায় কর্মরত। তারা মালতিনগর এলাকার হাইস্কুল সড়কের একটি বাড়িতে বসবাস করেন। তবে তাদের গাড়ি বকশীবাজার এলাকায় এবং সেখানেই তাদের ব্যবহৃত প্রাইভেট কার রাখা হয়।  একজন ইলেক্ট্রিশিয়ান কাম কেয়ারটেকার ওই গ্যারেজ দেখাশোনা করেন। শনিবার সন্ধ্যার পর তিনি বকশীবাজার এলাকায় গ্যারেজের ভেতরে যাওয়ার জন্য সাটার খোলার পর প্রচণ্ড দুর্গন্ধ পান। পরে তার ভেতরে রাখা প্রাইভেটকারের ভেতরে চালকের লাশ দেখে স্থানীয় লোকজনকে অবহিত করেন।  পড়ে রাত পৌনে ৮টার বগুড়া সদর থানার ওসি সেলিম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়.

এই বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ব্যাংক কর্মকর্তা জিয়া আনসারী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মরদেহটির কিছু অংশ গলে গেছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password