কাতার বিশ্বকাপেও থাকছে পাঁচজন বদলি খেলোয়াড় আইন

কাতার বিশ্বকাপেও থাকছে পাঁচজন বদলি খেলোয়াড় আইন

ফুটবল খেলায় সাধারণত ৩ জন খেলোয়াড় বদলি হিসেবে মাঠে নামানো যায়। তবে করোণার কারণে গত বছর মে মাসে সাময়ীকভাবে ৩ জন খেলোয়াড়ের পরিবর্তে ৫ জন খেলোয়াড় বদল করার নিয়ম চালু করে ফিফা। করোনা পরিস্থিতিতে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়।  

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আইন সব শীর্ষ প্রতিযোগিতায় বহাল থাকবে। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা অর্থ্যাৎ ২০২২ সালে কাতার বিশ্বকাপেও থাকছে ৫ জন খেলোয়াড় বদলের নিয়ম। তবে বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে একটি শর্ত দিয়েছে ফিফা। পাঁচটি বদল করা যাবে ঠিকই, তবে তা করতে হবে তিনবারে। অর্থাৎ একটি দল পাঁচ খেলোয়াড় বদলের জন্য পাঁচবার খেলা থামাতে পারবে না। আগের মতো সর্বোচ্চ তিনবারে খেলোয়াড় বদল করতে হবে। এ ক্ষেত্রে একবারে একাধিক খেলোয়াড় বদল করা যাবে।

ইতোমধ্যেই পাঁচ জন খেলোয়াড় বদলি আইন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে বাস্তবায়ন করা হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও এ আইন কার্যকর করা হবে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password