ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ড : পাইপলাইন ফুটো হয়ে আগুনের সূত্রপাত

ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ড : পাইপলাইন ফুটো হয়ে আগুনের সূত্রপাত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নবনির্মিতব্য ফ্যক্টরি ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপপরিচালক নুরুল ইসলাম জানান, সকাল থেকেই ঘোড়াশাল সার কারখানা অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নবনির্মিতব্য ফ্যক্টরি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপলাইনে পৌঁছলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিতাস গ্যাস কম্পানির লোকজন বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধের পর বিকেল পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password