অভিনব ভোট প্রার্থনা, তৃষ্ণার্তদের পানি পান করাচ্ছেন প্রার্থীর কর্মী

অভিনব ভোট প্রার্থনা, তৃষ্ণার্তদের পানি পান করাচ্ছেন প্রার্থীর কর্মী
MostPlay
ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচনে রোববার সকাল ৮ টা থেকে একটানা ভোটগ্রহণ চলছিল। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে প্রথমবাবের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় দ্রুত ভোটগ্রহণে হিমশিম খাচ্ছিল সংশ্লিষ্ট কমকর্তারা। বেশির ভাগ কেন্দ্রই ছিল একই অবস্থা।

উপজেলার ঝালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র। এখানেও ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। ঠিক দুপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন নারী ভোটাররা। ঠিক তখন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থীর এক কর্মীকে একটি কলসি ও গ্লাস হাতে নিয়ে লাইনে হেঁটে হেঁটে তৃষ্ণার্ত নারীদের পানি পান করাতে দেখা গেছে। 

এ সম্পর্কে স্থানীয় মানবাধিকার নেতা এনামুল বাবুল বলেন, এটিই হলো মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। এখানে কে কাকে ভোট দেবেন সেটা জানা নেই তবুও তিনি সবাইকে পানি পান করিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password